
প্রকাশিত: Fri, Aug 4, 2023 10:20 PM আপডেট: Fri, May 9, 2025 11:42 PM
[১]সরকার টিকে আছে পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগ ব্যবহার করে: মির্জা ফখরুল
শাহানুজ্জামান টিটু: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সামলোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের কথার মধ্যে কি রকম ভয়ভীতি ছড়িয়ে পড়েছে। তাদের সাধারণ সম্পাদককে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনাদের ওপরে কোনো চাপ আছে, তিনি বললেন, না চাপ নাই। আমি বলবো, বিবেকের চাপ তো আছে।
[৩] শুক্রবার বেলা তিনটায় নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মীনি ডা. জোবাইদা রহমানের সাজার প্রতিবাদে এক সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান।
[৪] তিনি বলেন, মানুষ অসংলগ্ন কথা বলে কখন, যখন সে দিশেহারা হয়ে যায়। যখন চারিদিকে অন্ধকার জেকে বসে, তখন সে এ সমস্ত প্রলাপ বকে।
[৫] আমাদের নেতা তারেক রহমানকে সাজা দিয়েছেন। আইযুব খান যখন পকিস্তানের শাসন ভার গ্রহন করেন, তখন তোমাদের নেতাকে দূর্নীতির দায়ে জেলে যেতে হয়েছিলো। পতন যখন অবশ্যম্ভাবি, তখন ড্রিবলিং করে লাভ হবে না।
[৭] মির্জা ফখরুল বলেন, উনারা বলেন, ‘আমরা তো সুষ্ঠু অবাধ নির্বাচন করতে চাই। আমরা কারোর প্রতি কোনো অন্যায় করছি না।’ আর হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার পর আমাদের সালাউদ্দিন সাহেবকে আটক করে।
[৯] বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা ও সাজা দিয়েছে, অত্যন্ত ভদ্র একজন মহিলা তাকে সাজা দিয়েছে, দেশনেত্রী খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে, ৪০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এসব সমাধানের একটাই পথ, সরকারকে সরাতে হবে।
[১০] তিনি বলেন, এই সরকার নিপাত যাক, হাসিনা সরকার নিপাত যাক। স্বৈরাচার নিপাত যাক। এই ভয়াবহ দানবকে সরিয়ে একটি গণতান্ত্রিক সরকার, জনগনের সরকার, জনগণের পার্লামেন্ট করতে হবে। এই মামলা মোকাদ্দমা, এই রায় সবই উড়ে চলে যাবে, যেদিন আমরা এই সরকার বিদায় করতে পারি।
[১১] বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই সরকার জনগণের চাপে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। শেখ হাসিনার রায় আমরা মানি না।
[১২] নিচে হাঁটু পানি, ওপরে বৃষ্টি। এসব উপেক্ষা করে সমাবেশে আগত নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাসের কোনো কমতি ছিল না। ম্লোগানে ম্লোগানে তারা সমাবেশ স্থলে মাতিয়ে রাখেন।
[১৩] রাজধানীতে ছাড়াও প্রতিবাদ সমাবেশ হয়েছে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম মহানগর, সিলেট জেলা ও মহানগর, পিরোজপুর, মৌলভী বাজার, সোনারগাঁও উপেজলাসহ বিভিন্ন জেলা ও মহানগরে। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
